Tomar Amar Gaan

তুমি কেন একলা পথে চলো
ওখানে আকাশ বেনীল
তুমি আমার সাথে হেটো
কত অলি গলি ফেলে আসা দিন।
এক কাপ চায়ে চুমুক দিয়ে
বলবে তুমি তোমার কথা
কত হেরে যাওয়া, কত হার না মানা
কত ফেলে আসা ঠিকানা।
অনুভূতির মিছিলে কত
মিথ্যে প্রেমের স্লোগান
আমার কাছে বেঁচে থাকে
একটা ভালোবাসার গান।
অনুভূতির মিছিলে কত
মিথ্যে প্রেমের স্লোগান
আমার কাছে বেঁচে থাকে
একটা ভালোবাসার গান।
একটা ঘুড়ির হঠাৎ
হারিয়ে যাওয়া
একটা বসন্তের
মিষ্টি হাওয়া।
আছড়ে পড়া স্মৃতির টানে
আঁধার পেরিয়ে আলোতে ফিরে আসা।
তোমায় দুঃখটা না দিয়ে
লকারে আটকে রাখা
আর ভিড়ের মাঝে চেনা তোমায়
হঠাৎ করে নিজের কথা বলা।
একটা পুরোনো গোলাপ
ধুলো মাখা ডায়েরিতে খুঁজে পাওয়া
আর তোমার গানে, আমার গানে
নতুন করে ফিরে চলা।
ফিরে চলা
ফিরে চলা।
অনুভূতির মিছিলে কত
মিথ্যে প্রেমের স্লোগান
আমার কাছে বেঁচে থাকে
একটা ভালোবাসার গান।
অনুভূতির মিছিলে কত
মিথ্যে প্রেমের স্লোগান
আমার কাছে বেঁচে থাকে
একটা ভালোবাসার গান।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link