Gobhir Ratey

গভীর রাতে আমার সাথে যখন দেখা হয়
দেখি আমি সেই আমি তো আমার চেনা নয়
গভীর রাতে আমার সাথে যখন দেখা হয়
দেখি আমি সেই আমি তো আমার চেনা নয়

ডুব জলেও যখন মেটে না পিপাসা
উত্তর খুঁজে যায় অনেক জিজ্ঞাসা
ডুব জলেও যখন মেটে না পিপাসা
উত্তর খুঁজে যায় অনেক জিজ্ঞাসা

দেখি আমার সঙ্গে আমি নিজে করছি অভিনয়
দেখি আমি সেই আমি তো আমার চেনা নয়

ঘুম দু'চোখে যখন দূর থেকে বহুদূর
বুকের গভীরেই শুধু ক্রমশ ভাঙচুর
ঘুম দু'চোখে যখন দূর থেকে বহুদূর
বুকের গভীরেই শুধু ক্রমশ ভাঙচুর

আমার অনেক দিনের অনেক দেখা বদলায় পরিচয়
দেখি আমি সেই আমি তো আমার চেনা নয়

গভীর রাতে আমার সাথে যখন দেখা হয়
দেখি আমি সেই আমি তো আমার চেনা নয়
দেখি আমি সেই আমি তো আমার চেনা নয়
দেখি আমি সেই আমি তো আমার চেনা নয়



Credits
Writer(s): Syed Monsoor
Lyrics powered by www.musixmatch.com

Link