Jakey Niye Shopno Dekha

যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো
যার কারণে ফিরে দেখা, সে যদি তা বুঝতো
যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো
যে কারণে ফিরে দেখা, সে যদি তা বুঝতো

না পাওয়ার যাতনা হলো যে জানা
না পাওয়ার যাতনা হলো যে জানা
তার কারণে রাতে আমার ঘুম আসে না

যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো
যার কারণে ফিরে দেখা, সে যদি তা বুঝতো

অবুঝ সবুজ মন তার, কী দারুণ হাসি
বলতে পারিনি আজও তাকেই ভালোবাসি
অবুঝ সবুজ মন তার, কী দারুণ হাসি
বলতে পারিনি আজও তাকেই ভালোবাসি

সখী আমায় কেন যেন বুঝেও বোঝে না
তার কারণে রাতে আমার ঘুম আসে না

যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো
যার কারণে ফিরে দেখা, সে যদি তা বুঝতো

নীল শাড়ি, লাল টিপ, মন হারাতে চায়
স্বপ্নে আসে মায়াবতী, স্বপ্নে চলে যায়
নীল শাড়ি, লাল টিপ, মন হারাতে চায়
স্বপ্নে আসে মায়াবতী, স্বপ্নে চলে যায়

চাঁদের মতো দূরে থাকে, ধরা দেয় না
তার কারণে রাতে আমার ঘুম আসে না

যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো
যে কারণে ফিরে দেখা, সে যদি তা বুঝতো

না পাওয়ার যাতনা হলো যে জানা
না পাওয়ার যাতনা হলো যে জানা
তার কারণে রাতে আমার ঘুম আসে না

যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো
যে কারণে ফিরে দেখা, সে যদি তা বুঝতো

সে যদি তা বুঝতো
সে যদি তা বুঝতো



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link