Nouko Bhese Jaay

আলতো ছুঁলে বৃষ্টি হয়ে ঝরবো সারাবেলা
ঝড়-বাদলে মন মাতালে ভিজবে সারা গা
জলছবিতে মেঘ নামাবো আজ শ্রাবণের বেলা
একটুখানি আশকারা দে না

রিমঝিম আবদারে আজ কাছে থাক না রে ঝরঝর ঝর্ণাতলায়
টুপটাপ চারপাশে উচ্ছল মেঘমাসে গল্পরা আলপনা দেয়
মায়াবী মেঘ মিনারে পাল তুলে হারায়
ছলছল থইথই, ঢেউদের হইচই, ভাসবেই মন বন্যায়

বৃষ্টি পড়ে (বৃষ্টি পড়ে) টাপুর টুপুর (টাপুর টুপুর)
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভিজবো সারা দুপুর
কাগজের নৌকো ভেসে যায় (রিমঝিম, রিমঝিম, রিমঝিম, রিমঝিম)
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভিজবো সারা দুপুর
নৌকোর সঙ্গে যাবো আয়

আয়, আয়, আয়, কাগজের নৌকো ভেসে যায়
আয়, আয়, আয়, নৌকোর সঙ্গে যাবো আয়
আয়, আয়, আয়, কাগজের নৌকো ভেসে যায়
আয়, আয়, আয়, নৌকোর সঙ্গে যাবো আয়

আজ বিকেলে একলা পেলে করবো সবই লুট
স্কুল পালাবো জল ছেটাবো আমরা তো দলছুট
আজ বিকেলে একলা পেলে করবো সবই লুট
স্কুল পালাবো জল ছেটাবো আমরা তো দলছুট

একটা ছাতা থাকলে সাথে ভয় কী তাতে বল
আজ আমাদের পথ দেখাবে লক্ষ তারার দল
ছলছল থইথই, ঢেউদের হইচই, ভাসবেই মন বন্যায়

বৃষ্টি পড়ে (বৃষ্টি পড়ে) টাপুর টুপুর (টাপুর টুপুর)
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভিজবো সারা দুপুর
কাগজের নৌকো ভেসে যায় (রিমঝিম, রিমঝিম, রিমঝিম, রিমঝিম)
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভিজবো সারা দুপুর
নৌকোর সঙ্গে যাবো আয়

আয়, আয়, আয়, কাগজের নৌকো ভেসে যায়
আয়, আয়, আয়, নৌকোর সঙ্গে যাবো আয়
আয়, আয়, আয়, কাগজের নৌকো ভেসে যায়
আয়, আয়, আয়, নৌকোর সঙ্গে যাবো আয়

আয়, আয়, আয়, কাগজের নৌকো ভেসে যায়
আয়, আয়, আয়, নৌকোর সঙ্গে যাবো আয়
আয়, আয়, আয়, কাগজের নৌকো ভেসে যায়
আয়, আয়, আয়, নৌকোর সঙ্গে যাবো আয়



Credits
Writer(s): Devjit Roy, Ritam Sen
Lyrics powered by www.musixmatch.com

Link