Ami Natun Kore Gorbo Thakur

আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে
আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে
দেব হাতে বাঁশি মুখে হাসি
ডাগর চোখে কাজল টেনে
তার ডাগর চোখে কাজল টেনে
কষ্টি পাথর দে মা এনে

আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে

মথুরাতে সে আর যাবে না
মা যশোদায় কাঁদাবে না
মথুরাতে সে আর যাবে না
মা যশোদায় কাঁদাবে না

রইবে ব্রজগোপীর কেনা
রইবে ব্রজগোপীর কেনা
চলবে রাধার আদেশ মেনে
চলবে রাধার আদেশ মেনে
কষ্টি পাথর দে মা এনে

আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে

শ্রীচরণ তার গড়ব না মা
গড়লে চরণ পালিয়ে যাবে
নাইবা শুনলে নূপুর-ধ্বনি
ঠাকুরকে তো কাছে পাবে

শ্রীচরণ তার গড়ব না মা
গড়লে চরণ পালিয়ে যাবে
নাইবা শুনলে নূপুর-ধ্বনি
ঠাকুরকে তো কাছে পাবে

চরণ পেলে দেশে দেশে
কুরুক্ষেত্র বাঁধাবে সে
চরণ পেলে দেশে দেশে
কুরুক্ষেত্র বাঁধাবে সে

গন্ধমালা দিস নে এনে
গন্ধমালা দিস নে এনে
ভক্ত ভ্রমর ফেলবে জেনে
ভক্ত ভ্রমর ফেলবে জেনে
কষ্টি পাথর দে মা এনে

আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে
দেব হাতে বাঁশি মুখে হাসি
ডাগর চোখে কাজল টেনে
তার ডাগর চোখে কাজল টেনে
কষ্টি পাথর দে মা এনে

আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে
আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link