Rupkothar Jogote

কিছু কথার পিঠে কথা
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয় ব্যাকুলতা

আমায় ডেকো একা বিকেলে
কখনো কোনো ব্যথা পেলে
আমায় রেখো প্রিয় প্রহরে
যখনই মন কেমন করে

কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে

কোথাও ফুটেছে ফুল
কোথাও ঝরেছে তারা
কোথাও কিছু নেই
তোমার আমার গল্প ছাড়া

তুমি আমার স্বপ্নসারথি
জীবনে তুমি সেরা সত্যি
তুমি আমার স্বপ্নসারথি
জীবনে তুমি সেরা সত্যি

কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে

সময় ফুরিয়ে যাক
প্রেমের কবিতা পড়ে
ছড়াও কিছু সুখ
যখন তোমার ইচ্ছে করে

তুমি আমার গল্প জোনাকি
তোমারই আশায় থাকি
তুমি আমার গল্প জোনাকি
তোমারই আশায় আশায় থাকি

কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে



Credits
Writer(s): Sajid Sarker
Lyrics powered by www.musixmatch.com

Link