Valobashbo Bashbo Re X Shopno Jabe Bari Amar - Cover

দুধে আলতা গায়ের বরন
রূপ যে কাঁচা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো
চোখ যেন পড়ে না
দুধে আলতা গায়ের বরন
রূপ যে কাঁচা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো
চোখ যেন পড়ে না
আমি প্রথম দেখে পাগল হইলাম
মন তো আর মানে নাহহহ
স্বপ্ন টানে দিলাম পাড়ি
অচিন পথে আপন ছাড়ি
পেছন ফেলে উঠান বাড়ি
প্রিয় মুখ আর স্মৃতির সারি
মন বলে চল ফিরে আবার
স্বপ্ন যাবে বাড়ি আমার
মন বলে চল ফিরে আবার
স্বপ্ন যাবে বাড়ি আমার
এইতো সময় ফিরে আসার
স্বপ্ন যাবে বাড়ি আমার
স্বপ্ন যাবে বাড়ি আমার



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link