Onek Shadhonar Pore

অনেক সাধনার পরে আমি
পেলাম তোমার মন
পেলাম খুজে এভূবনে
আমার আপনজন
তুমি বুকে টেনে
নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি তোমাকে
অনেক সাধনার পরে আমি
পেলাম তোমার মন
পেলাম খুজে এভূবনে
আমার আপনজন
তুমি বুকে টেনে
নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি তোমাকে
যাবেনা কখনও ফুরিয়ে যাবে না
আমার ভালোবাসা
তোমাকে পেয়েছি
পেয়েছি আবারো
বাঁচার নতুন আশা
যাবেনা কখনও ফুরিয়ে যাবে না
আমার ভালোবাসা
তোমাকে পেয়েছি
পেয়েছি আবারো
বাঁচার নতুন আশা
তুমি বুকে টেনে
নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি তোমাকে
আমি ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি তোমাকে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link