Ma Go Tumi Ek Bar Khoka Bole Dako

মাগো, তুমি একবার "খোকা" বলে ডাকো
মাগো, তুমি একবার "খোকা" বলে ডাকো
নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো?
নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো?
মাগো, তুমি একবার "খোকা" বলে ডাকো

তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি
এত দুঃখ বলো, মাগো, কোথায় আমি রাখি?
তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি
এত দুঃখ বলো, মাগো, কোথায় আমি রাখি?
দুটি হাত ধরো, একটু আদর করো
দুটি হাত ধরো, একটু আদর করো
দোহাই লাগে, মাগো, তুমি একটি কথা রাখো

মাগো, তুমি একবার "খোকা" বলে ডাকো
মাগো, তুমি একবার "খোকা" বলে ডাকো

তুমি আমার বাবা, মাগো, তুমি আমার মা
তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না
তুমি আমার বাবা, মাগো, তুমি আমার মা
তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না
তোমার কাছে এলে মনে শান্তি মেলে
তোমার কাছে এলে মনে শান্তি মেলে
মাগো, তোমার স্নেহ থেকে দূরে রেখো নাকো

মাগো, তুমি একবার "খোকা" বলে ডাকো
নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো?
নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো?
মাগো, তুমি একবার "খোকা" বলে ডাকো
মাগো, তুমি একবার "খোকা" বলে ডাকো



Credits
Writer(s): Satya Saha
Lyrics powered by www.musixmatch.com

Link