Chaite Paro - Parbe Tumio (Part 2)

চাইতেই পারো একের পর এক ম্যাচ
স্বপ্নেও ভাববে না ধরবে তোমার ক্যাচ
চাইতে পারো তুমি মাত্র তিন ওভারে
সেঞ্চুরি হাঁকিয়ে মাঠ তুমি কাঁপাবে
চাইতেই পারো তোমার bowling strike
জিতিয়ে দেবে টিম in this fight

একমুঠো গোলাপ আর এই বিশ্বকাপ
জানি বাংলাদেশ পারবে তুমিও

কান্নাভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যা-ই চাও এবারে, পারবে যে সব তুমি

সময় এসেছে বাংলাদেশে এবার
পারবে তুমিও জিতে যেতে
আশা আছে সবার (সবার সবার)
(পারবে তুমিও)

একমুঠো গোলাপ আর এই বিশ্বকাপ
জানি বাংলাদেশ পারবে তুমিও
জানি বাংলাদেশ পারবে তুমিও
জানি বাংলাদেশ পারবে তুমিও



Credits
Writer(s): Saidus Salehin Khaled
Lyrics powered by www.musixmatch.com

Link