Tomar Ador

এই শহর জুড়ে চেনা স্মৃতির ভিড়ে
প্রাচীন অনুভূতির আমি সম্মুখীন

এই শহর জুড়ে চেনা স্মৃতির ভিড়ে
প্রাচীন অনুভূতির আমি সম্মুখীন
কিছু অভিযোগে মন তোমায় খোঁজে
জানি যোগাযোগ আজ খুব কঠিন

সময়ের কিছু, ব্যার্থতায়
কিছু পরিস্তিতির, বদ্ধতায় আমার
সেই তুমি কথায়
বাস্তবতায় আমি পুড়ে ছাই
আজ ও আমি তোমাকে চাই
খুঁজে যাই
আদর তোমার

খুঁজি তোমার আদর
খুঁজি আদর
খুঁজি তোমার আদর
খুঁজি আদর তোমার

বৃষ্টি ভেজা রাস্তায়, হলদে আলোর সন্ধ্যায়
রাতের নিরব কালোয়, আছো তুমি বিষণ্ণতায়
মন খারাপি বিকেলে তোমার ভাবনা আমাতে
এ হৃদয়ে আজ ভাঙছে বাঁধ খোঁজে মন তোমাকে
এই নিস্তেজ মন খোঁজে অবিরাম
খোঁজে কিছু প্রশ্রয় আর কিছু বারণ
এই নিস্তেজ মন খোঁজে অবিরাম
খোঁজে কিছু প্রশ্রয় আর কিছু বারণ

ভাবনা আমার সব তোমায় নিয়ে
বিকট ব্যাথায় দুই চোখ কাঁদে খুঁজে যায়
আঁচল তোমার
শূন্যতায় মন হাত বাড়ায়
ছুঁতে চায় আবার তোমায় খুঁজে যাই
আদর তোমার

খুঁজি তোমার আদর
খুঁজি তোমার আদর
খুঁজি তোমার আদর
আদর
খুঁজি তোমার আদর
খুঁজি তোমার আদর
খুঁজি তোমার আদর
আদর
খুঁজি তোমার আদর
খুঁজি তোমার আদর
খুঁজি তোমার আদর
আদর
খুঁজি তোমার আদর
খুঁজি তোমার আদর
খুঁজি তোমার আদর
আদর



Credits
Writer(s): Subhajit Das, Sudip Das
Lyrics powered by www.musixmatch.com

Link