Rangila Rangila Rangila Re

রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা
রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে
আমারে ছাড়িয়া রে, বন্ধু, কই গেলা রে?
রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা

কই গেলা রে, বন্ধু, কই রইলা রে?
কই গেলা রে, বন্ধু, কই রইলা রে?
আমারে ছাড়িয়া রে, বন্ধু, কই গেলা রে?
রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা

তুমি হইয়ো চান্দ রে, বন্ধু, আমি গাঙের পানি
জোয়ারে-ভাটাতে হবে নিতই জানাজানি রে
নিতই জানাজানি

তুমি হইয়ো ফুল রে, বন্ধু, আমি হবো হাওয়া
দেশ-বিদেশে ফিরবো আমি হইয়া মাতেলা রে
দেশ-বিদেশে
দেশ-বিদেশে ফিরবো আমি হইয়া পাগলা রে
হইয়া মাতেলা রে
আমারে ছাড়িয়া রে, বন্ধু, কই গেলা রে?

রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা

সেকালে কইছিলা রে, বন্ধু, হস্ত দিয়া মাথে
তোমার মালার ফুল হইয়া ফুইটা রবো সাথে রে
ফুইটা রবো সাথে

খালি কণ্ঠ খালি রইলো, না পরিলাম মালা
না আইলো মোর প্রাণের পতি, হায়, হায় রে
না আইলো
না আইলো মোর প্রাণের পতি, ডুইবা গেল বেলা রে
ডুইবা গেল বেলা

রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা

কই গেলা রে, বন্ধু, কই রইলা রে?
কই গেলা রে, বন্ধু, কই রইলা রে?
আমারে ছাড়িয়া রে, বন্ধু, কই গেলা রে?
রঙ্গিলা, রঙ্গিলা, রঙ্গিলা রে, রঙ্গিলা

রঙ্গিলা



Credits
Writer(s): Dukhai Khandakar, Sachin Burman, Jashimuddin
Lyrics powered by www.musixmatch.com

Link