Aro Aga Keno Tumi Elena

আরো আগে কেন তুমি এলে না?
আরো আগে কেন তুমি এলে না?
দিনগুলো কেটে গেল খুঁজে তোমার ঠিকানা

আরো আগে কেন তুমি এলে না?
আরো আগে কেন তুমি এলে না?
দিনগুলো কেটে গেল খুঁজে তোমার ঠিকানা
আরো আগে কেন তুমি এলে না?

মনেরই জানালা ধরে দিয়েছো তুমি উঁকি
চোখেরই দরজা খুলে হয়েছো মুখোমুখি
মনেরই জানলা ধরে দিয়েছো তুমি উঁকি
চোখেরই দরজা খুলে হয়েছো মুখোমুখি

এখন তো তুমি ছাড়া আমি যে দিশেহারা
জড়িয়ে রাখবো তোমায়, কভু হারাতে দেবো না

আরো আগে কেন তুমি এলে না?
আরো আগে কেন তুমি এলে না?

না বলা ভাষা দিয়ে লিখেছো প্রেমের চিঠি
তারারা অবাক হয়ে হাসে যে মিটিমিটি
না বলা ভাষা দিয়ে লিখেছো প্রেমের চিঠি
তারারা অবাক হয়ে হাসে যে মিটিমিটি

আবেশে আকুল হয়ে নিঃশ্বাসে ছোঁয়া লয়ে
কাটাবো সময়গুলো, আর ফিরে তো যাবো না

আরো আগে কেন তুমি এলে না?
আরো আগে কেন তুমি এলে না?
দিনগুলো কেটে গেল খুঁজে তোমার ঠিকানা
আরো আগে কেন তুমি এলে না?



Credits
Writer(s): Abu Taher, Moniruzzaman Monir
Lyrics powered by www.musixmatch.com

Link