Momo Manosho Madhobilotaro Kunje

মম মানস মাধবী লতার কুঞ্জে
এই তো প্রথম মধুপ গুঞ্জে

মাধব, তুমি এসো হে
নীল মাধব, তুমি এসো হে
হে মধু পিয়াসী চপল মধুপ
হৃদে এসো, হৃদয়েশ হে
হৃদে এসো, হৃদয়েশ হে

তোমার আসার পথ চেয়ে হায়
অভিমানে ফুল লুটায় ধূলায়
মাধব, তুমি এসো হে
মাধব, তুমি এসো হে

বনমালী, বনে বনফুল হার
শুকাইয়া যায় আঁখি জলে তায়
জিয়াইয়া রাখি কত আর
বলো জিয়াইয়া রাখি কত আর

এসো গোপন পায়ে
চিতচোর এসো গোপন পায়ে
যেমন নবনী চুরি করে খেতে
এসো শ্যাম সেই গোপন পায়ে
যেমন নবনী চুরি করে খেতে
এসো শ্যাম সেই গোপন পায়ে

নাহয় নূপুর খুলিও
নাহয় নূপুর খুলিও
যমুনার থির নীরে বাঁশরির তালে না হয় লহরি না তুলিও
নাহয় নূপুর খুলিও
যমুনার থির নীরে বাঁশরির তালে না হয় লহরি না তুলিও

যেমন নীরবে ফোটে ফুল
যেমন নীরবে রেঙে ওঠে সন্ধ্যা গগন কুল
যেমন নীরবে ফোটে ফুল
যেমন নীরবে রেঙে ওঠে সন্ধ্যা গগন কুল

এসো তেমনি গোপন পায়ে
এসো তেমনি গোপন পায়ে
অনুরাগ মাখা মোর চন্দন শুকায়ে যায়
অনুরাগ মাখা মোর চন্দন শুকায়ে যায়
অনুরাগ মাখা মোর চন্দন শুকায়ে যায়

এসো গো গোপন পায়ে
এসো গো গোপন পায়ে
এসো তেমনি গোপন পায়ে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link