Tor Ranga Paye Neye Maa Shyama

তোর রাঙা পায়ে নে মা শ্যামা
আমার প্রথম পূজার ফুল

তোর রাঙা পায়ে নে মা, শ্যামা
আমার প্রথম পূজার ফুল
তোর রাঙা পায়ে নে মা শ্যামা

আমি ভজন-পূজন জানিনে মা
ভজন-পূজন জানিনে মা
হয়তো হবে কতই ভুল

তোর রাঙা পায়ে নে মা শ্যামা

দাঁড়িয়ে দ্বারে "মা, মা" বলে
ভাসি আমি নয়ন-জলে
দাঁড়িয়ে দ্বারে "মা, মা" বলে
ভাসি আমি নয়ন-জলে

ভয় হয় মা ছুঁই কেমনে
ভয় হয় মা ছুঁই কেমনে
মা তোর পূজার বেদিমূল

তোর রাঙা পায়ে নে মা শ্যামা
আমার প্রথম পূজার ফুল
তোর রাঙা পায়ে নে মা শ্যামা

আশ্রয় মোর নাই জননী
ত্রিভুবনে কোথাও হায়
দাঁড়াই মা গো কাহার কাছে
দাঁড়াই মা গো কাহার কাছে
তুইও যদি ঠেলিস পায়

হানে হেলা সবাই যারে
তুই নাকি কোল দিস মা তারে
হানে হেলা সবাই যারে
তুই নাকি কোল দিস মা তারে

সেই আশাতেই এসেছি মা
সেই আশাতেই এসেছি মা
অকূলে তুই দে মা কূল

তোর রাঙা পায়ে নে মা শ্যামা
আমার প্রথম পূজার ফুল
তোর রাঙা পায়ে নে মা শ্যামা

ভজন-পূজন জানিনে মা
ভজন-পূজন জানিনে মা
হয়তো হবে কতই ভুল

তোর রাঙা পায়ে নে মা শ্যামা
আমার প্রথম পূজার ফুল
তোর রাঙা পায়ে নে মা শ্যামা



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link