Ma Aachhen Aar Aami Aachhi

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার
মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার

আমি মায়ের হাতে খাই পড়ি
মা নিয়েছেন আমার ভার
আমি মায়ের হাতে খাই পড়ি
মা নিয়েছেন আমার ভার

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার

ওরে, সংসার পাকে ঘোর বিপাকে
যখন দেখি অন্ধকার
ওরে, সংসার পাকে ঘোর বিপাকে
যখন দেখি অন্ধকার

সেই ঘোর আঁধারে মা আমারে
ঘোর আঁধারে মা আমারে
বাণী শোনায় বারেবার

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার

এসে ছয়জনাতে একই সাথে
পথ ভোলায় যে বারেবার
এসে ছয়জনাতে একই সাথে
পথ ভোলায় যে বারেবার

সে বিপথ হতে ধরে হাতে
বিপথ হতে ধরে হাতে
মা যে করিছেন উদ্ধার

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার

আমি ভুলেও থাকি তবুও দেখি
ভোলে না মা একটি বার
আমি ভুলেও থাকি তবুও দেখি
ভোলে না মা একটি বার

এমন স্নেহের আধার কে আছে আর
মা যে আমার, আমি মার
বড়ো স্নেহের আধার যে আমার
আমি মায়ের, মা আমার

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার
আমি মায়ের হাতে খাই পড়ি
মা নিয়েছেন আমার ভার
মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link