Nibiro Ama Timir Hote

নিবিড় অমা তিমির হতে
বাহির হল
বাহির হল জোয়ার স্রোতে
শুক্লরাতে চাঁদের তরণী
শুক্লরাতে চাঁদের তরণী

নিবিড় অমা তিমির হতে
বাহির হল

ভরিল ভরা অরূপ ফুলে
সাজালো ডালা
সাজালো ডালা অমরাকূলে
আলোর মালা চামেলি বরনী
শুক্লরাতে চাঁদের তরণী

নিবিড় অমা তিমির হতে
বাহির হল

তিথির পরে তিথির ঘাটে
আসিছে তরী দোলের নাটে
নীরবে হাসে স্বপনে ধরণী
তিথির পরে তিথির ঘাটে
আসিছে তরী দোলের নাটে
নীরবে হাসে স্বপনে ধরণী

উৎসবের পসরা নিয়ে
পূর্ণিমার কূলেতে কি এ
ভিড়িল শেষে তন্দ্রাহরণী
শুক্লরাতে চাঁদের তরণী

নিবিড় অমা তিমির হতে
বাহির হল
বাহির হল জোয়ার স্রোতে
শুক্লরাতে চাঁদের তরণী
শুক্লরাতে চাঁদের তরণী
নিবিড় অমা তিমির হতে
বাহির হল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link