Eso Amar Ghare Eso

বাবা, আমি টান, শরীরের টান, মনের টান
আমি ভালোবাসার কথা বলতে চাইছি, বাবা
আমি যদি আমার স্বামীর থেকে এগুলো পেতে চাই
সে চাওয়াটা কি-

ভালোবাসা বড়ো কঠিন শব্দ, মেঝো বৌমা
তোমার শাশুড়ি মাকে যখন
এ বাড়িতে বউ করে নিয়ে এসেছিলাম
তখন আমাদের দুজনেরই অল্প বয়েস
সর্বক্ষণ তো শুধু ঝগড়া, খুনসুটি, রাগ
এইসব হতো, আবার ভাবও হয়ে যেতো

এই করেই তো ৫০ টা বছর পার করে দিলাম
কই, তার মধ্যে কোনোদিন তো
তোমরা যেরকম করে বলছো
সেরকম আলাদা করে ভালোবাসার কথা
বলার দরকার হয়নি আমাদের

এসো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে
বাহির হয়ে এসো
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে
এসো আমার ঘরে
এসো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে

স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
এসো মুগ্ধ এ চোখে
স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
এসো মুগ্ধ এ চোখে
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে
এসো আমার ঘরে

এসো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে

দুঃখসুখের দোলে এসো
প্রাণের হিল্লোলে এসো
দুঃখসুখের দোলে এসো
প্রাণের হিল্লোলে এসো

ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
বনের আকুল নিশ্বাসে
এবার ফুলের প্রফুল্ল রূপ এসো
এসো বুকের 'পরে
এসো আমার ঘরে

এসো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে
বাহির হয়ে এসো
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে
এসো আমার ঘরে
এসো, এসো আমার ঘরে, এসো আমার ঘরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link