Shosta Biroho

তোমাকে পাবার স্বপ্ন এখন অবাস্তব
তবে দেখি আজ আমি বেদনার নীল রঙ
গন্তব্য কি ছিলো জানা ছিলো না আমার
চোখ বুঁজে ভরসা করেছিলাম আমি তোমায়
আর কতকাল আমি থাকবো বিরহে
অশ্রুসিক্ত দু'চোখ খোঁজে শুধু তোমাকে
যদি থাকতে তুমি কষ্টগুলো হত বিলীন
কিন্তু বাস্তবতা আজ বড়ই মলিন
বিরহের কাঠগড়ায় আমি আজ অসহায়
ক্ষোভে আর রাগে যেনো আমি আরও নিরুপায়
ভুল বুঝে চলে গিয়েছো আমায় ছেড়ে
কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা দু'জনে
খুব জানতে ইচ্ছে করে কেমন আছো আমায় ছাড়া
নিজের সুখী জীবনে 'আমি' বাদে সব নিয়ে
ভেবেছিলাম একটি গান গাইবো 'বিরহ'
বলে যাবো জীবনধর্ম অহরহ
'শাস্তি'?- হ্যাঁ তোমার শাস্তি হবে জঘন্য
মন ভাঙলে যে মসজিদ ভাঙে তা কি তুমি জানো
বিরহের কাঠগড়ায় আমি আজ অসহায়
ক্ষোভে আর রাগে যেনো আমি আরও নিরুপায়
বিরহের কাঠগড়ায় আমি আজ অসহায়
ক্ষোভে আর রাগে যেনো আমি আরও নিরুপায়



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link