Kancha Bayos Dekhe

কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে
কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে
কে যেন পাছে আসে, কে যেন পাছে আসে
ছমছম করে গা
পারিনে একলা শুতে, পারিনে একলা শুতে

কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে
এই কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে

নবযৌবন যবে ফোটে
কোথা থেকে কত ভূত জোটে
নবযৌবন যবে ফোটে
কোথা থেকে কত ভূত জোটে

ফের পাবার আশে আশেপাশে আগেপিছুতে
ফের পাবার আশে আশেপাশে আগেপিছুতে
বেহ্মদৈত্যি লুকিয়ে দেখে, চ্যাংড়া ভূতে চিঠি লেখে
বেহ্মদৈত্যি লুকিয়ে দেখে, চ্যাংড়া ভূতে চিঠি লেখে
আরে, গলায় দড়ো, জ্বালায় বড়ো আসে ভূতুতে
আরে, গলায় দড়ো, জ্বালায় বড়ো আসে ভূতুতে

কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে
এই কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে

ভূতের ভেতর আছে বড়ো লোক
এত বড়ো জিভখানা, তার অতি ছোট চোখ
ভূতের ভেতর আছে বড়ো লোক
এত বড়ো জিভখানা, তার অতি ছোট চোখ
গঙ্গা ময়রা হার মেনে যায়
সে যে পায় না কিছুতে, সে যে পায় না কিছুতে

বাদুড়ে আবদার ভূত, ট্যানট্যানে ঘ্যানঘ্যানে ভূত
বাদুড়ে আবদার ভূত, ট্যানট্যানে ঘ্যানঘ্যানে ভূত
ঘনিয়ে ঘনিয়ে কাছে আসে, চায় বিছানা ছুঁতে
শোনো, ঘনিয়ে ঘনিয়ে কাছে আসে, চায় বিছানা ছুঁতে
নাকে কথা কয়, পোড়ে বোধোদয়
ওই নাকে কথা কয়, পোড়ে বোধোদয়
আমায় দেয় না ঘুমুতে, আমায় দেয় না ঘুমুতে

কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে
এই কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে
এই কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে
এই কাঁচা বয়স দেখে ওগো নজর দেয় ভূতে

এই কাঁচা বয়স দেখে ওগো...



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link