Kotha Bolo Na

কথা বোলো না
কেউ শব্দ কোরো না
ভগবান নিদ্রা গিয়েছেন
গোলযোগ সইতে পারেন না

কথা বোলো না
কেউ শব্দ কোরো না
ভগবান নিদ্রা গিয়েছেন
গোলযোগ সইতে পারেন না

কথা বোলো না
কেউ শব্দ কোরো না

(কথা বোলো না, না, না, না, না, না)
(কেউ শব্দ কোরো না, না, না, না, না)
(কেউ কথা বোলো না, না, না, না, না, না)
(কেউ শব্দ কোরো না, না, না, না, না)
(কেউ, আহ!)

কথা বোলো না
কেউ শব্দ কোরো না
ভগবান নিদ্রা গিয়েছেন
গোলযোগ সইতে পারেন না

কথা বোলো না
কেউ শব্দ কোরো না

একদা ঊষাকালে মজিয়া লীলাছলে
একদা ঊষাকালে মজিয়া লীলাছলে
ভগবান বিশ্ব গড়িলেন
(ভগবান বিশ্ব গড়িলেন, ভগবান বিশ্ব গড়িলেন)

কালে কালে জীর্ণ হলো, বাগানগুলো শুকিয়ে এলো
কালে কালে জীর্ণ হলো, বাগানগুলো শুকিয়ে এলো
আর জমিদারি দেখতে পারেন না
ভগবান জমিদারি দেখতে পারেন না

(আর জমিদারি দেখতে পারেন না, না, না, না)
(আর জমিদারি দেখতে পারেন না, না, না, না)
(আর জমিদারি দেখতে পারেন না, না, না, না)

কথা বোলো না
কেউ শব্দ কোরো না
ভগবান নিদ্রা গিয়েছেন
গোলযোগ সইতে পারেন না

কথা বোলো না
কেউ শব্দ কোরো না

ভগবান ছানাপোনা, দেবতা আছেন নানাজনা
ভগবান ছানাপোনা, দেবতা আছেন নানাজনা
ভগবান ছানাপোনা, দেবতা আছেন নানাজনা
ভগবান ছানাপোনা, দেবতা আছেন নানাজনা

আয়েসে ফুর্তি করে
আয়েসে ফুর্তি করে fat gather করেছেন
F-a-t g-a-t-h-e-r

সব হেলেদুলে চলে টলমল করে
সব হেলেদুলে চলে টলমল করে
অকাজের গোঁসাই তারা, কাজের বেলা না
অকাজের গোঁসাই তারা, কাজের বেলা না

কথা বোলো না
কেউ শব্দ কোরো না
ভগবান, ভগবান, ভগবান বৃদ্ধ হয়েছেন
দায়ভার বইতে পারেন না

কথা বোলো না
কেউ শব্দ কোরো না
ভগবান বৃদ্ধ হয়েছেন
দায়ভার বইতে পারেন না

কথা বোলো না
কেউ শব্দ কোরো না

(কথা বোলো না, না, না, না, না, না)
(কেউ শব্দ কোরো না, না, না, না, না)
(কেউ কথা বোলো না, না, না, না, না, না)
(কেউ শব্দ কোরো না, না, না, না, না)
(কেউ কথা বোলো না, না, না, না, না, না)



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link