Eakgosha Rajonigondha Hate Die Bollam

একগোছা রজনীগন্ধা
হাতে দিয়ে বললাম, "চললাম"
একগোছা রজনীগন্ধা
হাতে দিয়ে বললাম, "চললাম, চললাম"

বেশ কিছু সময় তো থাকলাম
ডাকলাম, মন রাখলাম
বেশ কিছু সময় তো থাকলাম
ডাকলাম, মন রাখলাম
দেখলাম দু'টি চোখে বৃষ্টি
বৃষ্টি, ভেজা দৃষ্টি

মনে করো আমি এক মৃত কোনো জোনাকী
সারারাত আলো দিয়ে জ্বললাম, চললাম

একগোছা রজনীগন্ধা
হাতে দিয়ে বললাম, "চললাম, চললাম"

এখানেই সব কিছু শেষ নয়
বেশ নয়, যদি মনে হয়
এখানেই সব কিছু শেষ নয়
বেশ নয়, যদি মনে হয়
লিখে নিও গল্পের শেষটা
থাক না তবু রেশটা

দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে
কোন ফুল ভুল করে দললাম, চললাম

একগোছা রজনীগন্ধা
হাতে দিয়ে বললাম, "চললাম, চললাম
চললাম, চললাম, চললাম"



Credits
Writer(s): Nachiketa Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link