Ar Kichu Nei Cawa

আর কিছু নেই চাওয়া
চাই শুধু তোমাকে।
আর কিছু নেই পাওয়া
পাই যদি তোমাকে।
কেটে যায় সারা বেলা
তোমার কথা ভেবে।
আর কিছু নেই চাওয়া
চাই শুধু তোমাকে
আর কিছু নেই পাওয়া
পাই যদি তোমাকে।
কেটে যায় সারা বেলা
তোমার কথা ভেবে।

সাগরেরই কলতান পাখির ঝাকে
তোমার প্রেমেরই ছন্দ বাজে।
রাতের তারা আর চাঁদের মাঝে
তোমার প্রেমেরই ছবি আঁকে।
আমার হৃদয় বাঁচে তোমার প্রেমে!

আর কিছু নেই চাওয়া
চাই শুধু তোমাকে।
আর কিছু নেই পাওয়া
পাই যদি তোমাকে।
কেটে যায় সারা বেলা
তোমার কথা ভেবে।

অবাক হয়ে যাই সৃষ্টি দেখে!
অপরূপে সাজালে এ ধরা কে।
খুটিহিন নীল আকাশ মেঘগুলো যে
তোমার কুদরতেই ভেসে আছে।
চাঁদ-তারা গুলো জাগে গভীর রাতে।

আর কিছু নেই চাওয়া
চাই শুধু তোমাকে
আর কিছু নেই পাওয়া
পাই যদি তোমাকে।
কেটে যায় সারা বেলা
তোমার কথা ভেবে।

আমার জীবনের যত ভুল
তোমারি প্রেমের রঙে কর ফুল।
আমার জীবনের যত ভুল
তোমারি প্রেমের রঙে কর ফুল
করো প্রিয় তুমি আমাকে।

আর কিছু নেই চাওয়া
চাই শুধু তোমাকে
আর কিছু নেই পাওয়া
পাই যদি তোমাকে।
কেটে যায় সারা বেলা
তোমার কথা ভেবে।



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link