Nupur Beje Jay Rini

নূপুর বেজে যায় রিনিরিনি
রিনিরিনি, রিনিরিনি
নূপুর বেজে যায়
আমার মন কয়, চিনি চিনি
নূপুর বেজে যায় রিনিরিনি

গন্ধ রেখে যায় মধুবায়ে
মাধবীবিতানের ছায়ে ছায়ে
গন্ধ রেখে যায় মধুবায়ে
মাধবীবিতানের ছায়ে ছায়ে
ধরণী শিহরায় পায়ে পায়ে
কলসে কঙ্কণে কিনিকিনি
কিনিকিনি, কিনিকিনি
আমার মন কয়, চিনি চিনি

নূপুর বেজে যায় রিনিরিনি
রিনিরিনি, রিনিরিনি
নূপুর বেজে যায়
আমার মন কয়, চিনি চিনি
নূপুর বেজে যায় রিনিরিনি

পারুল শুধাইল, কে তুমি গো
অজানা কাননের মায়ামৃগ
কে তুমি, কে তুমি
পারুল শুধাইল, কে তুমি গো
অজানা কাননের মায়ামৃগ
কে তুমি, কে তুমি
পারুল শুধাইল, কে তুমি গো

কামিনী ফুলকুল বরষিছে
পবন এলোচুল পরশিছে
কামিনী ফুল-কুল বরষিছে
পবন এলোচুল পরশিছে
আঁধারে তারাগুলি হরষিছে
ঝিল্লি ঝনকিছে ঝিনিঝিনি
ঝিনিঝিনি, ঝিনিঝিনি
আমার মন কয়, চিনি চিনি

নূপুর বেজে যায় রিনিরিনি
রিনিরিনি, রিনিরিনি
নূপুর বেজে যায়
আমার মন কয়, চিনি চিনি
নূপুর বেজে যায় রিনিরিনি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link