Maa Go Tor Chowa Na Pele

মা গো তোর ছোঁয়া না পেলে, মন যে আমার কেমন করে
মা গো তোর ছোঁয়া না পেলে, মন যে আমার কেমন করে
আঁধার আলোর শূন্য পথে, হাঁটবো মা তোর হাত-টি ধরে |
মা গো তোর ছোঁয়া না পেলে, মন যে আমার কেমন করে |

মা তুই, একটু চোখের আড়াল হলে, পড়ি যেন অথৈ জলে
একটু চোখের আড়াল হলে, পড়ি যেন অথৈ জলে
দিক বি দিক খুঁজে বেড়াই, ঠাই দিস্ মা তোর পদতলে |
মা গো তোর ছোঁয়া না পেলে, মন যে আমার কেমন করে |

মা যে আমার মহাময়ী
মা গো
মা
মা যে আমার মহাময়ী, কালি রূপে কাল-জয়ী
মা যে আমার মহাময়ী, কালি রূপে কাল-জয়ী
তোর ইচ্ছাতেই শত কোটি, রবি শশী খেলা করে |
মা গো তোর ছোঁয়া না পেলে, মন যে আমার কেমন করে |

তোর আঁচলের ছায়ায় বাঁচি, সকল মাঝে তোকেই খুঁজি
তোর আঁচলের ছায়ায় বাঁচি, সকল মাঝে তোকেই খুঁজি
আপন করে নে রে আমায়, আপন করে নে রে আমায়
তুলে নে মা, তোর ওই কোলে |

মা গো তোর ছোঁয়া না পেলে, মন যে আমার কেমন করে
মা গো তোর ছোঁয়া না পেলে, মন যে আমার কেমন করে
আঁধার আলোর শূন্য পথে, হাঁটবো মা তোর হাত-টি ধরে |
মা গো তোর ছোঁয়া না পেলে, মন যে আমার কেমন করে
মা গো তোর ছোঁয়া না পেলে, মন যে আমার কেমন করে
মা গো তোর ছোঁয়া না পেলে ||



Credits
Writer(s): Ahenjita Ghosh, Tamojit Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link