Aakash Pradip Jwale

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে
আমার নয়ন দু'টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে

বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি চলি দিশাহীন যাত্রী
দূর অজানার পারে আকুল আশার খেয়া বেয়ে
আমার নয়ন দু'টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে

কত কাল, আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে

কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখিজল ঝরবে
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখিজল ঝরবে
বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে
আমার নয়ন দু'টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে



Credits
Writer(s): Satinath Mukherjee, Pabitra Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link