Jhilmil Kora - From "Biye Bibhrat"

ঝিলমিল করা নীল চোখে যেই
তাকালো সিনড্রেলার মতো
হারালাম যে খেই একবার দেখেই
মন খেয়েছে থতমত

ঝিলমিল করা নীল চোখে যেই
তাকালো সিনড্রেলার মতো
হারালাম যে খেই একবার দেখেই
মন খেয়েছে থতমত

ফুসমন্তরে বশ করলো হায়
জাদু জানা তার এমন কত
ওই মখমলি চুলের হাওয়ায়
আজ শুকোচ্ছে হাজার ক্ষত

খাচ্ছি খাবি, তাও बेताबी
বাড়ছে খুব বুক জুড়ে
মনে লক্ষ কোটি প্রজাপতি
পাখা মেলে ফুরফুরে

ঝিলমিল করা নীল চোখে যেই
তাকালো সিনড্রেলার মতো
হারালাম যে খেই একবার দেখেই
মন খেয়েছে থতমত

ফুসমন্তরে বশ করলো হায়
জাদু জানা তার এমন কত
ওই মখমলি চুলের হাওয়ায়
আজ শুকোচ্ছে হাজার ক্ষত

ভিজে আমি যাচ্ছি ভেসে মায়াবী ঝরনায়
ছেড়ে যাবে এক নিমেষে, প্রেম এমন জ্বর নয়
মাখি বসে খামখেয়ালী তারই তো রঙ গায়
আসমানে উড়ছি খালি, ডুবেছি গঙ্গায়

প্রেমে এত কী নেশা বল
নেমে বুঝেছি রসাতল
প্রেমে এত কী নেশা বল
নেমে বুঝেছি রসাতল

করবো ভাবি আজ নবাবী
সে জাহান এই নূরের
মনে লক্ষ কোটি প্রজাপতি
পাখা মেলে ফুরফুরে

ঝিলমিল করা নীল চোখে যেই
তাকালো সিনড্রেলার মতো
হারালাম যে খেই একবার দেখেই
মন খেয়েছে থতমত

ফুসমন্তরে বশ করলো হায়
জাদু জানা তার এমন কত
ওই মখমলি চুলের হাওয়ায়
আজ শুকোচ্ছে হাজার ক্ষত



Credits
Writer(s): Ranajoy Bhattacharjee, Barish Barish
Lyrics powered by www.musixmatch.com

Link