Hushiyari

বাংলাদেশের মাটির সাথে যে করে গাদ্দারি
সাপের ল্যাজায় পা পড়েছে পা পড়েছে তারই
বাংলাদেশের মাটির সাথে যে করে বেইমানি
নিজের হাতেই খুঁড়লো তারা তাদের কবরখানি
বাংলাদেশের মাটিকে যে করলো অবহেলা
বাংলাদেশের মাটিকে যে করলো অবহেলা
ফুরাবে তার খেলা বন্ধু, ফুরাবে তার খেলা
বাংলাদেশের মাটিকে যে চিনতে করে ভুল
আজকে না হোক কাল পরশু গুনবে সে মাশুল

বলো দেখি দিনের শেষে এই মাটিটা কার
সত্যকে যে সত্য বলে এই মাটিটা তার
বলো দেখি দিনের শেষে এই মাটিটা কার
আগুনটাতে ঝাঁপ দিয়েছে তারাই বারেবার
এই মাটিকে দুঃখ দেবে দুঃখ দেবে যে
এই মাটিকে দুঃখ দেবে দুঃখ দেবে যে
এই মাটিতেই মুখ থুবড়ে পড়বে জেনো সে

বলো দেখি এই মাটিতে পতন হবে কার
বলো দেখি এই মাটিতে পতন হবে কার
এই মাটিকে শুষে খাবার লোভ লেগেছে যার
এই মাটিকে শুষে খাবার লোভ লেগেছে যার

দেশ বড়ো না নেতা বড়ো
দেশ বড়ো না নেতা বড়ো
দেশ বড়ো না নেতা বড়ো সবাই প্রশ্ন করে
মানুষ ফুঁসছে ঘরে বন্ধু মানুষ ফুঁসছে ঘরে
তোমরা কারা সমস্তক্ষণ 'নেতা' 'নেতা'ই করো
মানুষ হচ্ছে জড়ো বন্ধু মানুষ হচ্ছে জড়ো
দেশ বড়ো না নেতা বড়ো কোনটা তোমার মতে
মানুষ নামছে পথে বন্ধু মানুষ নামছে পথে
কারা যেন নেতার নামে দেশ নিতে চায় কিনে
মানুষ নিচ্ছে চিনে, তাদের মানুষ নিচ্ছে চিনে

জেগেই ছিল জেগেই আছে ঘুমের করে ভান
সময় মতন ছোবল বসায় বাংলার সন্তান
জেগেই ছিল জেগেই আছে ঘুমের করে ভান
সময় হলেই শুনতে পাবে বাংলাদেশের গান

জেগেই ছিল জেগেই আছে জেগেই তারা রয়
তাদের তুমি আমলে নাও
তাদের তুমি আমলে নাও, তাদের করো ভয়
জেগেই ছিল জেগেই আছে বাংলাদেশের প্রাণ
জেগেই ছিল জেগেই আছে বাংলাদেশের প্রাণ
শত্রু যারা বাইরে ঘরে
শত্রু যারা বাইরে ঘরে সাবধান! সাবধান!



Credits
Writer(s): Farzana Wahid Shayan
Lyrics powered by www.musixmatch.com

Link