Amar Kamona

আমার হৃদয়ের মাঝে
আছো সংগোপনে
আমার মনের গভীরে
রেখেছি তোমায় যতনে

তুমি আমার কামনা
তুমি আমার বাসনা
কেন তুমি বুঝনা
আমার কাছে আসোনা?

আমার শয়ন স্বপনে
প্রভাতী তুমি প্রত্যয়ে
আমার সন্ধ্যে বিকেলে
আছো তুমি নিরবে

তুমি আমার আহিরা
তুমি আমার অপরা
কেন তুমি বুঝনা
আমায় ভালোবাসনা

তুমি আমার কামনা
তুমি আমার বাসনা



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link