Shiter Haowar Laglo

শীতের হাওয়ার লাগল নাচন, লাগল নাচন আমলকির এই ডালে ডালে
শীতের হাওয়ার লাগল নাচন, লাগল নাচন আমলকির এই ডালে ডালে
পাতাগুলি শিরশিরিয়ে, শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে
শীতের হাওয়ার লাগল নাচন, লাগল নাচন আমলকির এই ডালে ডালে
শীতের হাওয়ার লাগল নাচন, লাগল নাচন আমলকির এই ডালে ডালে

উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে
উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে
তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে
তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে

শীতের হাওয়ার লাগল নাচন, লাগল নাচন আমলকির এই ডালে ডালে
শীতের হাওয়ার লাগল নাচন, লাগল নাচন আমলকির এই ডালে ডালে

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়

হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধূরা ধানের ক্ষেতে
হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধূরা ধানের ক্ষেতে
রোদের সোনা ছড়িয়ে পড়ে
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হায় হায় হায়

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয়

আমরা নূতন প্রাণের চর আহা
আমরা থাকি পথে ঘাটে, নাই আমাদের ঘর হা হা
থাকি পথে ঘাটে, নাই আমাদের ঘর আহা
আমরা নূতন প্রাণের চর আহা
আমরা-

নিয়ে পক্ক পাতার পুঁজি পালাবে শীত, ভাবছ বুঝি গো?
ও-সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন হাওয়ার 'পর আহা
ও-সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন হাওয়ার 'পর আহা
আমরা নূতন প্রাণের চর আহা
আমরা-

আর নাই যে দেরি, নাই যে দেরি
সামনে সবার পড়ল ধরা তুমি যে, ভাই, আমাদেরই
নাই যে দেরি, নাই যে দেরি
সামনে সবার পড়ল ধরা তুমি যে, ভাই, আমাদেরই
নাই যে দেরি, নাই যে দেরি

হিমের বাহু-বাঁধন টুটি পাগলা-ঝোরা পাবে ছুটি
হিমের বাহু-বাঁধন টুটি পাগলা-ঝোরা পাবে ছুটি
উত্তরে এই হাওয়া তোমার
উত্তরে এই হাওয়া তোমার বইবে উজান কুঞ্জ ঘেরি

নাই যে দেরি, নাই যে দেরি
সামনে সবার পড়ল ধরা তুমি যে, ভাই, আমাদেরই
নাই যে দেরি, নাই যে দেরি

একি মায়া, লুকাও কায়া জীর্ণ শীতের সাজে
আমার সয় না, সয় না, সয় না প্রাণে, কিছুতে সয় না যে
কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন-মাঝে
আমার সয় না, সয় না, সয় না প্রাণে, কিছুতে সয় না যে
একি মায়া-

বুঝতে নারি তোমার বীণা প্রসাদ তোমার পাবে কিনা
বুঝতে নারি তোমার বীণা তোমার প্রসাদ পাবে কিনা
হিমের হাওয়ায় গগন-ভরা ব্যাকুল রোদন বাজে

কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন-মাঝে
আমার সয় না, সয় না, সয় না প্রাণে, কিছুতে সয় না যে
একি মায়া-



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link