G flow - Freestyle

উঠন্ত শৈবালএ পারকালে
গরমে আরমকালে বর্ষাতে ক্রন্দনে
আসক্ত coke এনে (cocaine এ)জনগণে ফাগুনে
প্রেমিকা লীলা করে প্রাঙ্গণে শ্রাবণে
অজানা পথে আমি যাবো যে সাইকেল এ
"গোপনে ভালোবেসে বাড়ী ফেরা পিছব যে"
কার সাথে মজমাতে ফুটবলে ফরওয়ার্ড এ
কে যেনো চেয়েছিল ছোটোথেকে বড় হতে
পড়ন্ত বিকেলে ক্রিকেটে
উইকেটে বল ব্যাটে চট পটে ভয় কাটে
দুরন্ত খেলে সে নাম তার বিরাটে(virat)
বসন্ত কাল এ যে হলি খেলে দিন কাটে
রাঙান্ত চুলে যে ajj kal মেয়ে পটে
আসক্ত bar লিখে রাত কাটে দিন কাটে
শৈশবে শুনেছি eminem এ Tupac এ
জ্বলন্ত আগুনে জ্বলেছে
বৈশাখে গরমে পুড়েছে আনমনে
ওজোনে কমেছে কারণে যৌবনে
লঙ্কা খারাপ হলে দোষ কি তা রাবনে
কোনো কিছু পেলো কি করে সিতা হরনে
মরণে দহনে থেকে গেলো স্মরণে
চরণে নমনে প্রণামে গ্রহণে
আসনে বসেছে কারণে শাসনে
উরন্ত বানোরে আদরে
ভক্তির আআলো জ্যোতির প্রকাশে
আকাশে বাদোলে জটায়ু কর্কষে
পতনে দহনে নতুন প্রকাশে
কতকিছু দেখেছি প্রভাত সপনে
আদরে চাদরে নিদ্রতে যতনে
ঘর শুধু চলে যে জাতির জনকে
অল্প সময় হাতে শুনে রাখো আমাকে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link