December Er Haway

হারিয়ে গেছি
এই রাতের শহরে
দমকা হাওয়ায়
উড়ে যাই স্মৃতির শুকনো পাতাতে

শীতের ঘুমে
চোখ ভেজা বালিশে
হারের কম্পনে
নিষেধ আজ তোমায় ফেরাতে

জন্ম আছে
মৃত্যু ও আছে
আছে আবার পুনর্জন্ম
তোমার আবার
দেখা পাবো কি
জানিনা কখনও

সরে গেছো
মরীচিকায়
মুছে গেছো
কাঁচের জানালায়
শুকিয়ে গেছো
গাছের ডাল পালায়
মিলিয়ে গেছো
ডিসেম্বর এর হাওয়ায়

শিরায় শিরায়
রক্তের চলাচল
আছে নিশ্বাস এর আবর্তন
ঘুমের শহরে
ফিরে যেতেই হবে
বোধ হয় এটাই শেষ বিবরণ

সরে গেছো
মরীচিকায়
মুছে গেছো
কাঁচের জানালায়
শুকিয়ে গেছো
গাছের ডাল পালায়
মিলিয়ে গেছো
ডিসেম্বর এর হাওয়ায়

জলে আমার
শরীর ভেজে
কিন্তু আত্মা ভেজে না
শরীর আমার মৃত হবে
আত্মা মৃত না

সরে গেছো
মরীচিকায়
মুছে গেছো
কাঁচের জানালায়
শুকিয়ে গেছো
গাছের ডাল পালায়
মিলিয়ে গেছো
ডিসেম্বর এর হাওয়ায়



Credits
Writer(s): Journey To The Smoke
Lyrics powered by www.musixmatch.com

Link