Bhutu Bhaijaan (From "Haami")

ভুটু, তুই নাদুস নুদুস, বড্ড পেটুক
ভুটু, ওই দেখ DJ
ভুটু, তুই নাদুস নুদুস, বড্ড পেটুক
ভুটু, ওই দেখ DJ
ভুটু, তোর ভুঁড়িতে নেই muscle কোনো
ভুটু, করবি কী যে?

আয়, আয়, বৃষ্টি ঝেঁপে
এই rain dance হবে ক্ষেপে
তোকে ধান দেবো মেপে
ওই সালমান খানের step-এ
Superman এর চেয়েও শক্তিমান

Happy, happy birthday to you
সেলাম, ভুটু ভাইজান
Happy, happy birthday to you
সেলাম, ভুটু ভাইজান

ভুটু, তোর ফুলকো গালে cream মাখাবো
ভুটু, দারুন party
ভুটু, তুই নাচতে গিয়ে পা মাড়ালি
ভুটু, করলি মাটি
আজ তেপান্তরের মাঠে সব পড়াশোনা লাটে
আজ school দিয়েছে ছুটি
ঝাল ঘুঘনী আর পাউরুটি
আমাদের এ পুঁচকে Pokémon

Happy, happy birthday to you
সেলাম, ভুটু ভাইজান
Happy, happy birthday to you
সেলাম, ভুটু ভাইজান

Ice cream cone, মুরগী-mutton
জমিয়ে খ্যাটন জন্মদিনের ভোজ
আলো চারধার, confetti star
ফেটে massacre হয় না কেন রোজ?

Ice cream cone, মুরগী-mutton
জমিয়ে খ্যাটন জন্মদিনের ভোজ
আলো চারধার, confetti star
ফেটে massacre হয় না কেন রোজ?

তাই বলি আয় বৃষ্টি ঝেঁপে
এই rain dance হবে ক্ষেপে
তোকে ধান দেবো মেপে
ওই সালমান খানের step-এ
Superman এর চেয়েও শক্তিমান

Happy, happy birthday to you
সেলাম, ভুটু ভাইজান
Happy, happy birthday to you
সেলাম, ভুটু ভাইজান



Credits
Writer(s): Arindom, Anindya Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link