Tumi Chara

সময়েরই সাথে শুধু হেরেছি বারবার
অনুশোচনায় শুধু কাটে দিন আমার
স্মৃতিটুকু থাকে, থাকেনা কিছু আর
আঁধারে আলো হয়ে ছিলে পাশে আমার

কেউ আমায় চেনেনি
তুমি ছাড়া
কেউ আমায় শোনেনি
তুমি ছাড়া
কেউ আমায় জানেনি
তুমি ছাড়া
কেউ আমায় বোঝেনি
তুমি ছাড়া

জল রিমঝিম পড়ে বন্ধু আমার আঙিনায়
ভিটে মাটি খাইবো কে মোর রঙের দুনিয়ায়?
জল রিমঝিম পড়ে বন্ধু আমার আঙিনায়
ভিটে মাটি খাইবো কে মোর রঙের দুনিয়ায়?

মনের সম্মতি থাকেনা কারো
দিয়েছো যতই চেয়েছি আবারো
শত স্বপ্ন বেঁধেছিলাম মনে
চোখ বুঝলেই জানি আছো পাশে

কেউ আমায় চেনেনি
তুমি ছাড়া
কেউ আমায় শোনেনি
তুমি ছাড়া
কেউ আমায় জানেনি
তুমি ছাড়া
কেউ আমায় বোঝেনি
তুমি ছাড়া

জল রিমঝিম পড়ে বন্ধু আমার আঙিনায়
ভিটে মাটি খাইবো কে মোর রঙের দুনিয়ায়?
জল রিমঝিম পড়ে বন্ধু আমার আঙিনায়
ভিটে মাটি খাইবো কে মোর রঙের দুনিয়ায়?

Call you everyday
I'll call you everyday
Call you everyday
I'll call you everyday
Call you everyday
I'll call you everyday
Call you everyday
I'll call you everyday



Credits
Writer(s): Sheikh Shafi Mahmud, Mahmud Sheikh
Lyrics powered by www.musixmatch.com

Link