Shey Ki Jane

সে কি জানে আজও তুই কথা বলিস্
আমার সাথে মনে মনে প্রতিদিন, বেরঙিন।
সে কি তোর কথা ভাবে আমার মতন করে?

তোর চিঠি কি সে পড়ে? এক মনে মাঝরাতে?
একটু মুচকি হেসে!
তার কাছে চলে যাওয়া সে তো যাওয়া নয়
দেখা হবে স্মৃতির গভীরে।

সে কি জানে, অভিমানে তোকে হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো জানে!
ইশারাতে খুজে বেড়াই তোকে স্বপনে
তোর নাম ডেকে হেসে ফেলি আনমনে।
কে নিয়ে যাবে তোকে রুপকথার দেশে
বল আমার থেকে কে তোকে ভালো জানে!

কতদিন হয়ে গেছে দেখিনি তোকে
তোকে মন ডাকে!
ঘুম থেকে উঠে প্রথম
তোকে দেখে সে প্রতিদিন!
তার কোলে মাথা রেখে কমে
যায় কি তোর ব্যথা, বল না।
তবে আয় ফিরে ঘরে
একসাথে শুনবো তোর মনের কথা।

সে কি জানে, অভিমানে তোকে হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো জানে!
ইশারাতে খুজে বেড়াই তোকে স্বপনে
তোর নাম ডেকে হেসে ফেলি আনমনে।
কে নিয়ে যাবে তোকে রুপকথার দেশে
বল আমার থেকে কে তোকে ভালো জানে!

সে কি জানে, অভিমানে তোকে হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো জানে!
ইশারাতে খুজে বেড়াই তোকে স্বপনে
তোর নাম ডেকে হেসে ফেলি আনমনে।
কে নিয়ে যাবে তোকে রুপকথার দেশে

বল আমার থেকে কে তোকে ভালো জানে!



Credits
Writer(s): Md Shagor Hossen
Lyrics powered by www.musixmatch.com

Link