Janam Janam Tabo Tare Kandibo

জনম জনম তব তরে কাঁদিব
জনম জনম তব তরে কাঁদিব
যত হানিবে হেলা ততই সাধিব
জনম জনম তব তরে কাঁদিব

তোমারি নাম গাহি
তোমারি প্রেম চাহি
তোমারি নাম গাহি
তোমারি প্রেম চাহি
ফিরে ফিরে নিতি তব চরণে আসিব

জনম জনম তব তরে কাঁদিব

জানি জানি বঁধু, চাহে যে তোমারে
ভাসে সে চিরদিন নিরাশা-পাথারে

তবু জানি হে স্বামী
কোন সে-লোকে আমি
তবু জানি হে স্বামী
কোন সে-লোকে আমি
তোমারে পাব, বুকে বাহুতে বাঁধিব

জনম জনম তব তরে কাঁদিব
জনম জনম তব তরে কাঁদিব



Credits
Writer(s): Kazi Islam
Lyrics powered by www.musixmatch.com

Link