Jahaji

চেনা শহর, চেনা রাস্তা, পরিচিত ঢাকা
ভেসে যাচ্ছি চোখে আলো জ্বেলে, জাহাজীর মত একা
ঝরে চুন-সুড়কি, শরীরের দেয়াল
তবু সিড়ি ভেঙ্গে ভেঙ্গে, অনেক উঠেও থেমে
শেষ ছাদটায় দেখি নীল
এরই মাঝে নকশা, সাদা আলোর সাদা শঙ্খচিল

জাহাজির কাছে ভীষণ সত্য সেই
পথটাই যাওয়া, এর আর কোন ফিরে আসা নেই

পথের ধারে দাড়িয়ে আছে শুকনো দালান
দোকানের নাম, তারপর আমাদের ভুবনে স্বাগতম
ঝরে বৃষ্টি কারো ভুবনে, তবু নিয়ন সাইনে স্বাগতম
আমাদের, তারপর ভুবনে, তারপর স্বাগতম
বুঝতে কিছু সময় লাগে সেই
স্বাগতমটাই ইচ্ছে, সস্তায় কারা বিক্রি করে দিচ্ছে

আমার শৈশবের মত দামী, আমার কান্না জড়ানো গান
মাথা উঁচু সেইন্ট গ্রেগরী আমার, সময়ের টানে ম্লান
আমার পরিচিত লাস্ট বাস, আমার ভাঙ্গাচোরা নিঃশ্বাস
ব্রাদার চার্লসের চ্যুইংগাম, আমার রক্ত আমার ঘাম
আমার লাস্ট বাসে বাড়ি ফেরা, মাথা তুলবার তাড়া
আমার জাহাজের পাটাতন, ছেড়া নোঙ্গর, ছেড়া মন
ছেড়া নোঙ্গর

জাহাজির কাছে ভীষণ সত্য সেই
পথটাই যাওয়া, এর আর কোন ফিরে আসা নেই



Credits
Writer(s): Ziaur Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link