Tore Niye Jai

যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই
ইচ্ছে করে তোরে নিয়ে যাই
যে দেশে শাসন-বারণ, সোনার খাঁচা নাই
ইচ্ছে করে তোরে নিয়ে যাই

পিয়া রে, জিয়া রে কথা শোনে না
হিয়াটারে কী বলে বুঝাই?

যে দেশে নয়ন বলে স্বপন দেখে যাই
ইচ্ছে করে তোরে নিয়ে যাই
হায়, ইচ্ছে করে তোরে নিয়ে যাই

Life is on a high
For, baby, you and I
Take you to my paradise
You and I can fly

Life is on a high
For, baby, you and I
Take you to my paradise
You and I can fly

মাটিতে পা রেখে, আকাশে ডানা মেলে
চললি তুই সে দেশে
যেখানে কখনো পাবে না কেউ খুঁজে
চল সেই নিরুদ্দেশে

পিয়া রে, জিয়া রে করে বাহানা
হিয়াটারে কী বলে বুঝাই?

যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই
ইচ্ছে করে তোরে নিয়ে যাই
হায়, ইচ্ছে করে তোরে নিয়ে যাই

জানি না কেন যে শুধুই তোর কথা
ভাবতে ভালো লাগে
দু'চোখে এত যে স্বপ্ন লুকোচুরি
করেনি কেন আগে

পিয়া রে, জিয়া রে আর মানে না
হিয়াটারে কী বলে বুঝাই?

যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই
ইচ্ছে করে তোরে নিয়ে যাই
যে দেশে শাসন-বারণ, সোনার খাঁচা নাই
ইচ্ছে করে তোরে নিয়ে যাই

পিয়া রে, জিয়া রে কথা শোনে না
হিয়াটারে কী বলে বুঝাই?

যে দেশে নয়ন বলে স্বপন দেখে যাই
ইচ্ছে করে তোরে নিয়ে যাই
হায়, ইচ্ছে করে তোরে নিয়ে যাই



Credits
Writer(s): Rishi Canda
Lyrics powered by www.musixmatch.com

Link