কথা দাও

অবিশ্বাস কেন দুচোখে?
বিশাল বনাদী পুড়ছে দাবানলে
কী দেখেও কি দেখ না, বিষ্ময় তুমি
Jam-এ বসে পোড়া তেলের গন্ধে মৃত্যুর দিন গুনি

হিমনদী গলছে, প্রকৃতি ক্রুদ্ধ তোমাতে
ক্রমশ যাচ্ছি শেষ দিনে

কথা দাও, কথা দাও
চলো একসাথে গড়ি পৃথিবী আবার
কথা দাও, কথা দাও, কথা দাও

মরুভূমিতে বর্ষা, তুষারপাতে আগুন
শীত যেন আজ গ্রীষ্ম, রেগে যাওয়া রোদ্দুর
ঘুটঘুটে বায়ুশ্বাস, অবাক জলবায়ু
নগরীতে নদী-বন্যা, বেড়ে ওঠে সমুদ্দুর
সমুদ্দুর

কথা দাও, কথা দাও
চলো একসাথে গড়ি পৃথিবী আবার
কথা দাও, কথা দাও
মিছিলে বদল করি প্রচলন সবার
কথা দাও, কথা দাও, কথা দাও

অবিশ্বাস কেন দুচোখে?



Credits
Writer(s): Rafi Alam
Lyrics powered by www.musixmatch.com

Link