Ekta Hawar Gari - Reverb

যেদিন পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো
একটা হাওয়ার গাড়ি
পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি

এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো
রঙ'বেরঙ এর এই দুনিয়া হবে আধার কালো

এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো
রঙ'বেরঙ এর এই দুনিয়া হবে আধার কালো

দেখবি না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়ি রে মন
একটা হাওয়ার গাড়ি

অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যাথা
কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা

অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যাথা
কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা

আপন সবই হবে গো পর, একদিন তোমারি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো
একটা হাওয়ার গাড়ি

একটা হাওয়ার গাড়িরে মন
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়িরে মন
একটা হাওয়ার গাড়ি

পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি
ধুলার মাঝে থাকবে পড়ে দম ফুরানো
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়িরে মন
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়িরে মন
একটা হাওয়ার গাড়ি
একটা হাওয়ার গাড়িরে মন
একটা হাওয়ার গাড়ি



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link