Siter Dupur

শীতের দুপুরের মতন
ছোট হয়ে এসেছে কথারা এখন
আগে যা ফুরোতে চাইতো না
তাই আজ কেটে যায় বুঝিনা কখন
ডুবেছিলাম প্রেমেতে যখন
মনে হতো এই একজনই তো আপন
এখন আমি বসে একলা
রাতের তারাদের গুনি একা
নেই,কেউ সাথে নেই
একলা আমি সঙ্গী খুঁজি রাতের আকাশেই
আলো আর কেনো জানি লাগেনা ভালো
মিথ্যে মোড়া দুনিয়াতে সবই তো কালো
তবুও ফিরে আসি আমি
জানতে ঠিক কি ভুল করেছি
শেষ বিকেলের মনখারাপে
গড়ের মাঠে যেখানে বলেছিলে
চলে যেতে
চলে যেতে
এই শহর এর সব রাজপথ
চিনে ফেললো আমাদের যখন
ঠিক তখনি অচেনা হলাম আমি
আর মুচকি হাসলো শহরটা তখন
চারমিনারে পুড়িয়ে ঠোঁট
মুছতে চাইছি তোর আদর
নিকোটিনে যদি ভরি অন্তর
তাহলে কি পাবো প্রশ্নের উত্তর

শীতের দুপুরের মতন
ছোট হয়ে এসেছে কথারা এখন
আগে যা ফুরোতে চাইতো না
তাই আজ কেটে যায় বুঝিনা কখন
ঠিক ওই গাছেরা যেমন
অপেক্ষা করে শীত কাটবে কখন
নতুন পাতায় সাজবে ওরা আবার
আমি কি কখনো পারবো
হাসতে আবার আগের মতন
কেমন হবে সেই হাসি
যার পেছনে থাকবে না তুমিই
বলেছিলে বেসেছো ভালো
আমাকে বন্ধুর চেয়েও আরো
বরাবরই পড়া এ কপালে
সইলো না সুখ অত
কেমন লাগে খুব চেনা
থেকে হঠাৎ হয়ে যেতে খুব অচেনা
যদি হয় হঠাৎ দেখা
চিনলেও তখন আর চেনা যাবে না

এই শহর এর সব রাজপথ
চিনে ফেললো আমাদের যখন
ঠিক তখনি অচেনা হলাম আমি
আর মুচকি হাসলো শহরটা তখন
চারমিনারে পুড়িয়ে ঠোঁট
মুছতে চাইছি তোর আদর
নিকোটিনে যদি ভরি অন্তর
তাহলে কি পাবো প্রশ্নের উত্তর

শীতের দুপুরের মতন
ছোট হয়ে এসেছে কথারা এখন
আগে যা ফুরোতে চাইতো না
তাই আজ কেটে যায় বুঝিনা কখন
শীতের দুপুরের মতন
ছোট হয়ে এসেছে কথারা এখন
আগে যা ফুরোতে চাইতো না
তাই আজ কেটে যায় বুঝিনা কখন
বুঝিনা
বুঝিনা
বুঝিনা
বুঝিনা
বুঝিনা



Credits
Writer(s): Ananya Bera
Lyrics powered by www.musixmatch.com

Link