Balir Shohor Female

এই যে উড়েছে ধুলো, বুকের ভেতরে মরুভূমি
এই যে ইচ্ছেগুলো জড়িয়ে ধরে আছো তুমি
বালির শহর, অনেক অমিল
আকাশপাথর মেঘের fossil
সকলেই সে সফরে সামিল
সকলেই সে সফরে সামিল

এই যে উড়েছে ধুলো, বুকের ভেতরে মরুভূমি
এই যে ইচ্ছেগুলো জড়িয়ে ধরে আছো তুমি
বালির শহর, অনেক অমিল
আকাশপাথর মেঘের fossil
সকলেই সে সফরে সামিল
সকলেই সে সফরে সামিল

এই শহরে আজও কারা rucksack আনেনা
ঠোঁটের আছে বড্ড তাড়া, roadmap মানেনা
কেন থমকে দাঁড়ায় বেখেয়াল বেপাড়ায়
ভেজানো চুল, রোদের পাঁচিল
চেনা আঙুল, অচেনা তিল
সকলেই সে সফরে সামিল
সকলেই সে সফরে সামিল

এই যে বিকেলে ফিরে বিদেশি হাওয়া খুলেছে clip
এই যে চোখের গভীরে বাহানা ছাড়ায় চোখের জরিপ
বালির শহর, অনেক অমিল
আকাশপাথর মেঘের fossil
সকলেই সে সফরে সামিল
সকলেই সে সফরে সামিল

উট চলেছে মুখটি তুলে, ছুট দিয়েছে মন
বালি ভরা মুঠো খুলে ঝরেছে দু'জন
নিভিয়ে নেওয়া দিন কি অছিলায় রঙিন
ডানা শুকোয় সোনালি চিল
শরীর পেরোয় আদর মিছিল
সকলেই সে সফরে সামিল
সকলেই সে সফরে সামিল

এই যে উড়েছে ধুলো, বুকের ভেতরে মরুভূমি
এই যে ইচ্ছেগুলো জড়িয়ে ধরে আছো তুমি
বালির শহর অনেক অমিল
আকাশপাথর মেঘের fossil
সকলেই সে সফরে সামিল
সকলেই সে সফরে সামিল
সকলেই সে সফরে সামিল
সকলেই সে সফরে সামিল



Credits
Writer(s): Indraadip Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link