Tomari Mohima Giti

বাক্য কর্ম করো মঙ্গলময়
বাক্য কর্ম করো মঙ্গলময়
আমার, আমার হরতা প্রেমময়

তোমারী মহিমা গীতি
জীবে যেনো কল্যাণ হয়

বাক্য কর্ম করো মঙ্গলময়
বাক্য কর্ম করো মঙ্গলময়

পথ ভুলার পথ দিশা
তোমারী করুণার প্রথা
পথ ভুলার পথ দিশা
তোমারী করুণার প্রথা

পথিত পাবণ নাম শুনিলাম
পথিত পাবণ নাম শুনিলাম
তুমি তাইতে হও সদয়

বাক্য কর্ম করো মঙ্গলময়
বাক্য কর্ম করো মঙ্গলময়

তোমারী মহিমা গীতি
জীবে যেনো কল্যাণ হয়

বাক্য কর্ম করো মঙ্গলময়
বাক্য কর্ম করো মঙ্গলময়

তুমি রাজা আমরা প্রজা
তোমায় মোরা দেবো পূজা
তুমি রাজা আমরা প্রজা
তোমায় মোরা দেবো পূজা

মহান তোমার দান পায়িলাম
মহান তোমার দান পায়িলাম
এই মানব কূলে উদয়

বাক্য কর্ম করো মঙ্গলময়
বাক্য কর্ম করো মঙ্গলময়

তোমারী মহিমা গীতি
জীবে যেনো কল্যাণ হয়

বাক্য কর্ম করো মঙ্গলময়
বাক্য কর্ম করো মঙ্গলময়

উজালা চান্দেরী বাতি
আধার গ্রহে হবে সাথী

অধীন লালন শাঁই মহাশয়
অধীন লালন শাঁই মহাশয়
দেহীফারুক পাও বিজয়
দেহীফারুক, দেহীফারুক পাও বিজয়

বাক্য কর্ম করো মঙ্গলময়
বাক্য কর্ম করো মঙ্গলময়
বাক্য কর্ম করো মঙ্গলময়



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link