Jadughor

আলেয়া দিয়ে বাঁধা শহুরে গাছ
দালানে সারি সারি আতশ কাঁচ
গোলাপ পাতা দিয়ে পথিক দল
কপালে মুছে নিলো চাঁদের জল

আলেয়া দিয়ে বাঁধা শহুরে গাছ
দালানে সারি সারি আতশ কাঁচ
গোলাপ পাতা দিয়ে পথিক দল
কপালে মুছে নিলো চাঁদের জল

নিটোল রাজপথে ঘোলাটে ভিড়
বিক্রি কমে গেল প্রজাপতির
ঠাণ্ডা ঝলমলে বালিশ দাও
ঘুমোতে ভালোবাসে জোনাকিরাও

আলেয়া দিয়ে বাঁধা শহুরে গাছ
দালানে সারি সারি আতশ কাঁচ
গোলাপ পাতা দিয়ে পথিক দল
কপালে মুছে নিলো চাঁদের জল

দু'ধারে পরিপাটি সোনাবাজার
চিনতে শিখে গেছি ইন্তেজার
পাঁজরে মিনে করা জন্ম নাম
ওপাশ ফিরে শুলো আমার গ্রাম
যে গ্রামে নিভে গেলে রাতের গান
আমাকে খোঁজে দুটো magician
মন্ত্র ভুলে যাওয়া magician

আলেয়া দিয়ে বাঁধা শহুরে গাছ
দালানে সারি সারি আতশ কাঁচ
গোলাপ পাতা দিয়ে পথিক দল
কপালে মুছে নিলো চাঁদের জল



Credits
Writer(s): Dipangshu Acharya, Durjoy Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link