Tui Chara (feat. শব্দ নামতা)

তোর অধরেতে গুনগুন কবিতায়
তোর পলকেতে স্বপনের জোছনায়
তোর কপোলেতে অলকের আদরে
তোর এলোচুলে নেশা লাগা চাদরে

তুই হাসলেই ঝলমল করে দিন
তুই কাঁদলেই জোছনা হারায় রাত
তুই হাসলেই রিমঝিম গায় তারা
তুই কাঁদলেই অভিমানী হয় চাঁদ

তুই ছাড়া, তুই ছাড়া আর সব অযথাই অকারণ
তুই ছাড়া, তুই ছাড়া কিছুতেই লাগে নাতো এই মন
তুই ছাড়া, তুই ছাড়া আর সব অযথাই অকারণ
তুই ছাড়া, তুই ছাড়া কিছুতেই লাগে নাতো এই মন

তোর ভাল লাগা মেঘসাদা মায়াতে
তোর আঁধারের মেঘ ঢাকা ছায়াতে
তোর ভাবনায় ভবঘুরে সব সুরে
তোর তরে পথ চাওয়া চন্দন ভোরে

তুই হাসলেই সব গানে লাগে সুর
তুই কাঁদলেই চেনা পথ বহু দুর
তুই হাসলেই রাত কেটে হয় ভোর
তুই কাঁদলেই মেঘ ঢাকে রোদ্দুর

তুই ছাড়া, তুই ছাড়া আর সব অযথাই অকারণ
তুই ছাড়া, তুই ছাড়া কিছুতেই লাগে নাতো এই মন
তুই ছাড়া, তুই ছাড়া আর সব অযথাই অকারণ
তুই ছাড়া, তুই ছাড়া কিছুতেই লাগে নাতো এই মন



Credits
Writer(s): Munawwar Sohul, Rafi Alam
Lyrics powered by www.musixmatch.com

Link