Chhar Go Tora Chhar Go

ছাড় গো তোরা ছাড় গো
আমি চলব সাগর-পার গো
ছাড় গো তোরা ছাড় গো
আমি চলব সাগর-পার গো
বিদায়-বেলায় একি হাসি, ধরলি আগমনীর বাঁশি
বিদায়-বেলায় একি হাসি, ধরলি আগমনীর বাঁশি
যাবার সুরে আসার সুরে করলি একাকার গো
ছাড় গো তোরা ছাড় গো
আমি চলব সাগর-পার গো

সবাই আপন-পানে আমায় আবার কেন টানে
সবাই আপন-পানে আমায় আবার কেন টানে
পুরানো শীত পাতা-ঝরা, তারে এমন নূতন-করা?
পুরানো শীত পাতা-ঝরা, তারে এমন নূতন-করা?
মাঘ মরিল ফাগুন হয়ে খেয়ে ফুলের মার গো

ছাড় গো তোরা ছাড় গো
আমি চলব সাগর-পার গো

রঙের খেলায় ভাই রে, আমার সময় হাতে নাই রে
রঙের খেলায় ভাই রে, আমার সময় হাতে নাই রে
তোমাদের ওই সবুজ ফাগে চক্ষে আমার ধাঁদা লাগে
তোমাদের ওই সবুজ ফাগে চক্ষে আমার ধাঁদা লাগে
আমায় তোদের প্রাণের দাগে দাগিস নে, ভাই, আর গো

ছাড় গো তোরা ছাড় গো
আমি চলব সাগর-পার গো
ছাড় গো তোরা ছাড় গো
আমি চলব সাগর-পার গো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link