Sadanandamoyi Kali

সদানন্দময়ী কালী
মহাকালের মনোমোহিনী

সদানন্দময়ী কালী
মহাকালের মনোমোহিনী

(তুমি)আপনি নাচ,আপনি গাও মা
আপনি নাচ,আপনি গাও মা
আপনি দাও মা করতালি

সদানন্দময়ী কালী
মহাকালের মনোমোহিনী।

আদিভূতা সনাতনী
শূন্যরূপা শশী-ভালী
আদিভূতা সনাতনী
শূন্যরূপা শশী-ভালী
ব্রহ্মাণ্ড ছিলো না যখন
ব্রহ্মাণ্ড ছিলো না যখন
মুণ্ডমালা কোথায় পেলি?

সদানন্দময়ী কালী
মহাকালের মনোমোহিনী।

সবে মাত্র তুমি যন্ত্রী
আমরা তোমার যন্ত্রে চলি
সবে মাত্র তুমি যন্ত্রী
আমরা তোমার যন্ত্রে চলি
যেমন রাখো তেমনি থাকি মা
যেমন রাখো তেমনি থাকি মা
যেমন বলাও তেমনি বলি

অশান্ত কমলাকান্ত
দিয়ে বলে গালাগালি
অশান্ত কমলাকান্ত
দিয়ে বলে গালাগালি
(এবার) সর্বনাশী ধরে অসি
সর্বনাশী ধরে অসি
ধর্মাধর্ম দুটো খেলি

সদানন্দময়ী কালী
মহাকালের মনোমোহিনী

আপনি নাচ আপনি গাও মা
আপনি নাচ আপনি গাও মা
আপনি দাও মা করতালি

সদানন্দময়ী কালী
মহাকালের মনোমোহিনী

সদানন্দময়ী কালী।



Credits
Writer(s): Kamalakanta Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link