Ekta Meye

একটা মেয়ে
কাক ভেজা রোদ
রোদ পোড়া ঘাস
কাশফুল
দীর্ঘশ্বাস
পথের পাশ
মনের ভুলে
রঙিন ফুল

একটা মেয়ে
কাক ভেজা রোদ
রোদ পোড়া ঘাস
কাশফুল
দীর্ঘশ্বাস
পথের পাশ
মনের ভুলে
রঙিন ফুল

ফুলের গায়ে যে জল জমে
বৃষ্টি শেষে হারায় কি?
আমিও কি পথ ভুলে
তোমার চোখে তারায় কি?

ফুলের গায়ে যে জল জমে
বৃষ্টি শেষে হারায় কি?
আমিও কি পথ ভুলে
তোমার চোখে তারায় কি?

চোখের তারায়
কি ইশারায়
জল জমে
নাম দুঃখ
বর্ষা তোমার
দেহেই ছিলো
স্বচ্ছতাতে সুক্ষ

চোখের তারায়
কি ইশারায়
জল জমে
নাম দুঃখ
বর্ষা তোমার
দেহেই ছিলো
স্বচ্ছতাতে সুক্ষ

বৃষ্টি মেয়ে রোদের তুমি
আমার বুনো বোধের তুমি
আমার আমি খুব সাহসে
নিজের মতো দুঃখ পোষে

বৃষ্টি মেয়ে রোদের তুমি
আমার বুনো বোধের তুমি
আমার আমি খুব সাহসে
নিজের মতো দুঃখ পোষে

আমার আমি বৃষ্টি বিকেল
কাঁদে তোমার জন্য
তুমি মেয়ে পোষ মানো না
তুমি মেয়ে বন্য

আমার আমি বৃষ্টি বিকেল
কাঁদে তোমার জন্য
তুমি মেয়ে পোষ মানো না
তুমি মেয়ে বন্য

একটা মেয়ে
কাক ভেজা রোদ
রোদ পোড়া ঘাস
কাশফুল
দীর্ঘশ্বাস
পথের পাশ
মনের ভুলে
রঙিন ফুল

একটা মেয়ে
কাক ভেজা রোদ
রোদ পোড়া ঘাস
কাশফুল
দীর্ঘশ্বাস
পথের পাশ
মনের ভুলে
রঙিন ফুল

একটা মেয়ে
কাক ভেজা রোদ
রোদ পোড়া ঘাস
কাশফুল
দীর্ঘশ্বাস
পথের পাশ
মনের ভুলে
রঙিন ফুল



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link