Jonaki

চিলেকোঠায় এক উদাসী হাওয়ায়
জোনাকি'রা যায় ইতিউতি
আয়না স্মৃতি তোকে মাখাবো আদর
কিছু সময় নয় আগলে রাখি

সাঁঝ'বাতিরা মেলেছে ডানা
স্বপ্ন ছুঁতে মন বিবাগী আবার
টুকরো ঘুমে আজ বোবা এ শহর
কিছু সময় তোকে ভালো'বাসবার

আন'মনে রাখা ইচ্ছে পাতায়
আবেগে গান বাঁধে পুরোনো গিটার
গল্প জমে থাকা পিয়ানোর সুর
আলগোছে কুয়াশায়

টুকরো ঘুমে ফিরে ফিরে আসে ঘোর
কিছু সময় তোকে ভালোবাসবার

চিলেকোঠায় এক উদাসী হাওয়ায়
জোনাকি'রা যায় ইতিউতি
আয়না স্মৃতি তোকে মাখাবো আদর
কিছু সময় নয় আগলে রাখি

মেঘলা মন হোক নীরব গোপন
সহজ হোক পিছুটান
ফেরারী প্রেম আর রাত্রি জানে
ভালো থাকার অভিমান

আমার ইচ্ছের সাজানো এ ঘর
চোখ বোঝে, তোকে দেখতে আবার

চিলেকোঠায় এক উদাসী হাওয়ায়
জোনাকি'রা যায় ইতিউতি
আয়না স্মৃতি তোকে মাখাবো আদর
কিছু সময় নয় আগলে রাখি

সাঁঝ'বাতিরা মেলেছে ডানা
স্বপ্ন ছুঁতে মন বিবাগী আবার
টুকরো ঘুমে আজ বোবা এ শহর
কিছু সময় তোকে ভালো'বাসবার



Credits
Writer(s): Ayan Kumar Nath
Lyrics powered by www.musixmatch.com

Link