Ek Fali Boshonto

তুমি শীতের শেষে একফালি বসন্ত
তুমি রোদের মরা পাঁচিল ছুঁয়ে
শ্যাওলা জমা আমার মতোই ক্লান্ত
তুমি মেঘের শেষে নীল আকাশ অনন্ত
তোমায় কাছে পাওয়ার স্বপ্নগুলো
রোজ সকালে ঘুম চোখে দিন গুনতো
ঘুম চোখে দিন গুনতো

আমি শীতের নদী শুকনো যদি
পাথর বুকেই বইবো
আমি শীতের নদী শুকনো যদি
পাথর বুকেই বইবো
তোমার চোখের বর্ষা জলে
ভাসিয়ে দিলে বন্যা হয়ে রই গো
বন্যা হয়ে রই গো

তুমি মন কেমনের বৃষ্টিভেজা গল্প
তুমি ঝড়ের রাতের শেষ প্রহরে
চাদর টেনে শীতের মতোই অল্প
তুমি উষ্ণ প্রেমে ফুরিয়ে যাওয়া গল্প
তোমার অবশেষের কারণ হয়ে
ফিরে আসি মন ভিজিয়ে অল্প
মন ভিজিয়ে অল্প

আমি ঝড়ের শেষে ছদ্মবেশে
মেঘলা আকাশ রইবো
আমি ঝড়ের শেষে ছদ্মবেশে
মেঘলা আকাশ রইবো
উপকূলের শেষ কিনারে
ঘূর্ণিঝড়ের চোখ হয়ে ফের বইবো
চোখ হয়ে ফের বইবো

তুমি শীতের শেষে একফালি বসন্ত
তুমি রোদের মরা পাঁচিল ছুঁয়ে
শ্যাওলা জমা আমার মতোই ক্লান্ত
আমার মতোই ক্লান্ত

আমার মতোই ক্লান্ত
আমার মতোই ক্লান্ত



Credits
Writer(s): Sayantan Mandal
Lyrics powered by www.musixmatch.com

Link